“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে  সারা দেশের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে শনিবার (০৮ মার্চ) সকালে উপজেলা চত্বরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ আহম্মেদের সভাপতিত্বে, উপজেলা মৎস কর্মকর্তা প্রবীন চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন সহ বিভিন্ন নারী সমিতির সদস্য ও উদ্যোক্তাগণ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা এবং কিশোর -কিশোরী শিক্ষার্থী, বিভিন্ন এলাকার সচেতন মহল।

নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন রোধ করা, অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করা, নারীদের অধিকার নিশ্চিতে কাজ করা ও নারী নেতৃত্ব তৈরি নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়