খাগড়াছড়ির মহালছড়িতে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি উপজেলা ছাত্রদল।

৭ মার্চ (শুক্রবার) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মহালছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে উপজেলার বাস স্ট্যান্ড, এতিমখানা ও বাজার এলাকার রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণের পরে মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার বিতরন কর্মসূচীতে এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন আরাফাত বাপ্পী, মহালছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আশরাফুল শাকিব, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রবিন, মহালছড়ি সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের নেতা মোঃ জাহিদুল ইসলাম সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ।

ইফতার সামগ্রীতে খেজুর, আলুর চপ, বেগুণি, পেঁয়াজু,  ছোলা, মুড়ি, এবং মিনারেল ওয়াটার যুক্ত বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুমকে উপেক্ষা করে ও বিরুদ্ধ রাজনৈতিক প্রবাহে সকল প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে গেছে যা বর্তমানেও চলমান। পবিত্র মাহে রমজানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে মহালছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আশরাফুল শাকিব বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। আমরা চাই মানুষ সারাদিন রোজা রেখে একটু ভালো খাবারের মাধ্যমে ইফতারি করুক। আমরা চাই সবাইকে নিয়ে একটি সুখি সমৃদ্ধশালী দেশ গঠন করতে। আসুন সবাই সবার জায়গা থেকে মানুষের অল্প হলেও সহযোগিতা করি। এতে করে সমাজের মাঝে যে বৈষম্য আছে তার থেকে মুক্তি পাবে আমাদের সমাজ।