ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি নেই। তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ড. সিদ্দিকের মাথায় অস্ত্রোপচারের প্রয়োজন, তবে মস্তিষ্কে কোনো সাড়া মিলছে না। যে কারণে অস্ত্রোপচার বিলম্বিত হচ্ছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সাবেক এই উপাচার্য তাঁর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

ডা. নজরুল হোসেন বলেন, ড. সিদ্দিককে হাসপাতালে ভর্তির পর থেকে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিবেদন হাতে এসেছে। সে অনুযায়ী তাঁর চিকিৎসা চলমান। স্ট্রোক করার কারণে শুরু থেকেই তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশন দেওয়া হয়।

ডা. নজরুল জানান, ড. সিদ্দিকের রক্তচাপ স্বাভাবিক রয়েছে। প্ল্যাটিলেট এক লাখ মাইক্রোলিটারের বেশি। ইউরিন আউটপুট স্বাভাবিক, হার্টের অবস্থাও ভালো। মস্তিষ্কের অবস্থা বৃহস্পতিবার রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। মাঝে মাঝে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এ কারণে অস্ত্রোপচার প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। মস্তিষ্কের অবস্থার কিছুটা উন্নতি হলে অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে স্বাভাবিক অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। এর পর ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান। তাৎক্ষণিক তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়।