খাগড়াছড়ির মহালছড়িতে তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে মহালছড়ি সদর ইউনিয়নের ভুয়াটেক এলাকায় এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইতি চাকমার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ্ আহমেদ। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার সহ ৫০ জন গ্রামীণ নারী সেবা গ্রহীতা এবং গনমাধ্যম কর্মী।
তথ্য আপা প্রকল্পটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায় প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
৬ টি বিষয় নিয়ে কাজ করে এই প্রকল্পটি। শিক্ষা, স্বাস্থ্য, আইন, কৃষি , ব্যবসা ও জেন্ডার। উঠান বৈঠকের মাধ্যমে মহিলাদের বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন রোধ, পরিবার পরিকল্পনা, গ্রাম আদালত আইন, ই-কমার্স ও উদ্যোক্তা বিষয়ে সচেতন করা হয়।