গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি করেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দেড় ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রবিবার মহানগরের মালেকেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর মালেকেরবাড়ি এলাকাস্থিত ‘দ্যাটস ইট’ নামের পোশাক কারখানার ৭৬ জন শ্রমিককে ছাঁটাই করে নোটিশ দেয় কর্তৃপক্ষ। রবিবার সকালে কাজে যোগ দিতে গেলে ছাটাইকৃতদের কারখানায় প্রবেশ করতে দেয়া হয়নি। এ ঘটনায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। সকাল ১০টার দিকে ছাটাইয়ের প্রতিবাদে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এ সময় তাদের (ছাটাইকৃতদের) সাথে বিক্ষোভে যোগ দিতে কারখানার অন্যান্য শ্রমিকদেরকে আহবান জানায় বিক্ষোভকারীরা। তাদের ডাকে সাড়া দিয়ে কর্মরত শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। কারা কারখানা থেকে বের হয়ে আন্দোলনরতদের সঙ্গে বিক্ষোভে অংশ নেয়। পরে বেলা ১১টার দিকে শ্রমিকরা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর সাড়ে ১২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

শিল্পাঞ্চল পুলিশ গাজীপুর-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, কারখানার ৭৬ জন শ্রমিককে ছাঁটাই করে নোটিশ দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আগামীকাল (সোমবার) তাদের দাবি দাওয়ার বিষয়ে বিজিএমইএ কার্যালয়ে আলোচনা করে মীমাংসার আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘন্টাখানেক পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।