খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম এলাকার গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল। রোববার মাটিরাঙ্গার হেদাছড়া আম বাগান কমিউনিটি ক্লিনিকের মাঠে এক মোবাইল ক্যাম্প এর মাধ্যমে দুর্গম এলাকার রোগীদের এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর আয়োজনে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে গর্ভবতী মা ও কিশোরীদের এ স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মিল্টন ত্রিপুরা, গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা, প্রজেক্ট কর্মকর্তা তরুন দেওয়ান প্রমুখ। এ সময় ডাঃ মিল্টন ত্রিপুরা বাসাবাড়ীতে অদক্ষ ধাত্রী দিয়ে সন্তান প্রসব না করানোর পরামর্শ দেন। এ জন্য সরকার প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য ক্লিনিকে দক্ষ মিডওয়াইফ নিয়োগ দিয়েছেন। এবং সেখানে ২৪ ঘন্টা ডেলিভারী করানো হয়, যা সর্ম্পন বিনামূল্যে। এছাড়া যারা ক্লিনিকে এসে ডেলিভারী করালে, তারা একসেট বেবি কিট পাবেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ ফারিহা আহমেদ ও ডাঃ ইমতিয়াজ চৌধুরী, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা। উক্ত মেডিকেল ক্যাম্পে দুর্গম এলাকার ১৫ টি গ্রামে প্রায় দুই শতাধিক সাধারন রোগীসহ কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।
মূলত বিগত ২০২৪ সালের জুলাই –আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য চিকিৎসা সেবা, বিনা মূল্য ঔষধ বিতরণ ও স্বাস্থ্য সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন।