মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না, বরং দেশের পরিস্থিতিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অবিলম্বে কমানোর দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ হাসিনামুক্ত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল, নির্বিঘ্নে, মানুষ বসবাস করবে। লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে। আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রশাসন মানুষকে সহায়তা করবে, কিন্তু গত ৬ মাসে বাংলাদেশ যেভাবে চলেছে, যেভাবে এগোচ্ছে, ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না।’

তিনি বলেন, ‘বাজার ব্যবস্থায় যে সিন্ডিকেট শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণ করত, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে অস্বাভাবিকভাবে বেড়েছিল, এখনও বেড়ে যাচ্ছে। এমতাবস্থায় এই অন্তর্বর্তী সরকারকে বলব- দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করুন। যাতে করে সীমিত আয়ের মানুষ জীবনযাপন করতে পারে। সেই পদক্ষেপ নিন।’

অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘ড. ইউনূস সাহেব আপনি মানুষের উপকার করার জন্য দেশে ও সারা বিশ্বে সমাদৃত হয়েছেন। আপনার সুনাম আছে। যারা খুব নিপীড়িত ও অভাবী মানুষ, আপনি তাদের জন্য গ্রামীণ ব্যাংক বানিয়েছেন। এখন ক্ষমতার শীর্ষ পর্যায়ে আছেন। আপনার কাছে বা আপনার সরকারের কাছে দাবি জানানোর কোনো কারণ নেই। কারণ, আপনি নিজের থেকে যদি পদক্ষেপ নিতে না পারেন, তাহলে সেটা দেশ এবং মানুষের জন্য দুঃখজনক ঘটনা হবে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছে বটে। কিন্তু, এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণ অন্যান্য রাজনৈতিক দল এখনো এই সরকারকে কাঁধে করে নিয়ে চলছে। কিন্তু, তারা তাদের কর্মসূচি, আগামী ভবিষ্যৎ নির্ধারণে যদি বারবার হতাশাজনক পরিস্থিতিতে পড়ে, তাহলে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে।’

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ‘‘নির্বাচন ও সংস্কারের ভেতরে কোনো সংঘাত নেই।’’ কিন্তু, সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে যে, কম সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে। আর বেশি সংস্কার করলে একটু দেরি হবে। কম-বেশির ব্যাপার না। সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নেই। সরকারের সঙ্গেও রাজনৈতিক দলের বিরোধ নেই। ’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন যে ষড়যন্ত্রের জালে আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের সরকার ও নির্বাচিত সরকার খুবই দরকার।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের আশপাশে অনেক শক্তি আছে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তারা এখনো সক্রিয়। তারা এখনো খুনের জন্য আফসোস করে না। লুটপাটের জন্য লজ্জাবোধ করে না। তাদের এখনো রক্ষা করতে হবে এটার কোনো অর্থ নেই। তাদের অতিদ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন জায়গায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো. জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।