গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটি সমালোচনার মুখে স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই কমিটিতে সভাপতি পদে জায়গা পেয়েছিলেন আওয়ামী মহিলা লীগের নেত্রী আরজিনা ভারভীন চাঁদনী। কমিটিতে একাধিক পদে ছিলেন মহিলা লীগের নেতাকর্মীরা। মোটা অঙ্কের টাকা নিয়ে এই পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। সমালোচনার মুখে অবশেষে সেই কমিটি স্থগিত করা হয়।

আরজিনা পারভীন চাঁদনী এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি এক সময় সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বলেও জানা গেছে। এছাড়া তিনি আওয়ামী লীগের আমলে বিএনপির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও বিএনপির সংযোগী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে চাঁদনীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে পদ কেনার অভিযোগ তুলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে গত ২০ ডিসেম্বর গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভা ও কমিটির সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা স্বাক্ষরিত একটি তালিকা ফেসবুকে প্রকাশিত হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তালিকায় মহিলা লীগের নেত্রীদের সভাপতি ও সাংগঠনিক পদে নাম থাকায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

শুধু সভাপতি পদে নয়, ওই তালিকায় আরও দেখা যায়, কমিটির সাংগঠনিক পদে রয়েছে নাসিমা আকতারেরর নাম। যিনি আগে আওয়ামী লীগের তাঁতী লীগের সভানেত্রী ছিলেন বলে জানা গেছে।