আজ মংগলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নাঙ্গলমোড়া উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থপর্বের খেলা সম্পুর্ন হয়।

নাঙ্গল মোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সফল উদ্যেক্তা টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব লায়ন সালাউদ্দীন আলী সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন দৃুবাই বিএনপির আহবায়ক,বিশিষ্ট ক্রীড়ানুরাগী, সফল ব্যাবসায়ি জননেতা আলহাজ্ব রফিকুল আলম, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ ইউ এ ই সদস্য সচিব ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এস এম মোদাচ্ছের শাহ, দুবাই আল আবির বিএনপি সভাপতি মোহাম্মদ হাশেম, ওমান বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্টাতা সদস্য মোহাম্মদ হাসেম চৌধুরী,উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক গিয়াস উদ্দিন মাহমুদ, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক নুরুল আজিম মিন্টু, সদস্য সচিব নেছার উদ্দীন, কাউছার উদ্দিন, আলী মোহাম্মদ বশির আল হেলাল,মোঃজুনায়েদ, মোঃ রাকিব চৌধুরী, ছাত্র দল নেতা মোঃ মিজান,মোঃ নয়ন, আলী রাজ, মোঃ রিয়াজ, মোঃ রোমান, মোঃ বাবু, মোঃ সায়মন, মোঃ নেজাম উদ্দিন , মোঃ শওকত, মোঃ রিসাদ, দিদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলহাজ্ব রফিকুল আলম বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে, প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। এত সুন্দর টুর্নামেন্টের আয়োজন করায় নাংগলমোড়া ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাই।

বিশেষ অথিতি এস এম মোদাচ্ছের শাহ বলেন,দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে ফজলে হুদা বলেন, পতিত হাসিনা ও তার দোসর রুশ-ভারত ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই এক হয়ে থাকতে হবে। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

সরওয়ার কামাল স্মৃতি ফুটবল একাদশ টাইব্যাকারে ১-০ গোলে এগিয়ে নিজাম উদ্দীন টুটুল স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে ।

বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়েছে ব্যারিষ্টার মীর হেলাল এর পক্ষ থেকে নগদ ৩০০০ টাকা ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ব্যারিষ্টার মীর হেলাল এর পক্ষ থেকে নগদ ২০০০ টাকা প্রদান করেছেন প্রধান অথিতি রফিকুল আলমের সৌজন্য। এছাড়া ম্যান অব দ্যা ম্যাচকে ওমান প্রবাসী মোহাম্মদ হাসেম চৌধুরী পক্ষ থেকে ১০০০ টাকা প্রদান করা হয়।

সভাপতি বক্তব্য সালাউদ্দীন আলী বলেন শিক্ষার মান বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার জন্য সমাজের সকল পর্যায়ে জনগনকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।