সকল জেলা ও উপজেলা এবং পৌর এলাকায় অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা-শরীরচর্চা, কায়িক পরিশ্রম নিশ্চিতে পৌরসভার মাঠ পার্ক, উন্মুক্তস্থান রক্ষণাবেক্ষণে গাইড লাইন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেন্টার ফর ল’ এন্ড পলিসি এ্ফেয়ার্স (সিএলসি) ঢাকা ও শুচীতা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার দুপুরে পাবনা পৌরসভার প্রশাসক কক্ষে জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকার কর্মি আব্দুল মতীন খানের সভাপতিত্বে এবং সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো: শরীফ আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো: দুলাল উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য ও ধারণাপত্র পাঠ করেন সুচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন।
সভায় এ ক্ষেত্রে বিভিন্ন সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী ওবাইদুর রহমান, আসাসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদসহ পৌরসভার বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।