খাগড়াছড়ির জেলার মহালছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৮ টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি), মহালছড়ি বিশাল শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় এর নেতৃত্বে মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মো. জহিরুল হক এর নেতৃত্বে  বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ, মহালছড়ি থানা, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব, সামাজিক সংগঠন আলোর ফেরিওয়ালা এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল কলেজ এর নেতৃবৃন্দ মহালছড়ি উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে মহালছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ, উপজেলা প্রশাসনের উদ্যোগে মহালছড়ি টাউন হল মাঠে বিজয় মেলা, জামায়েতে ইসলামের উদ্যোগে মিলাদ মাহফিল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে ভিন্ন ভিন্ন স্থানে  বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।