যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। আজ সোমবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে তালমিলিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচীর সূচনা করেন কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার, শ্রম কাউন্সেলর আব্দুস সালাম, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, দূতালয় প্রধান আশাফাক হোসেনসহ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। পতাকা উত্তোলন শেষে মহান ৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আন্দোলন সংগ্রামে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, দীর্ঘ ১৬ বছর পর প্রবাসে কোন রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের পতাকা উত্তোলন কর্মসূচীতে এক সারিতে দেখা যায় তাদের। এতে অংশ নেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপির আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দীন, আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুস সালাম খান, প্রকৌশলী মাহে আলম, আমিনুল ইসলাম এনাম, আবু সাহেদ রাসেল, জাহাঙ্গীর আলম রুপু, মুজিবুল হক মঞ্জু, মোহাম্মদ শহীদসহ আরও অনেকে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গনে।

মোদাচ্ছের শাহ : আরব আমিরাত প্রতিনিধি