রাজধানীর মিরপুরের পল্লবীতে ছাত্র হত্যা মামলার আসামি দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১২ টায় মিরপুর ১২ নম্বর ডুইপ ঈদগাহ মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-আসাদ্দুজ্জামান লাভলু ও আবির হোসেন নিলয়। এর মধ্যে আসাদ্দুজ্জামান লাভলু পল্লবীর দুই নম্বর ওয়ার্ড ৪ নম্বর ইউনিট যুবলীগের সেক্রেটারি ও আবির হোসেন নিলয় একই ইউনিটের যুবলীগের সভাপতি।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিরা পল্লবী থানার একটি ছাত্র হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি।