গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস সোমবার উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরু হয়। পরে জেলা শহরের রাজবাড়ি মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ও জেলা পুলিশ আবুল কালাম আযাদ। পরে বীর মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর জেলা ও মহানগর বিএনপি, গণ অধিকার পরিষদ, রোটারী ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ১০টায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে সকালে গাজীপুর মহানগর বিএনপি ও কৃষকদল এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য বিজয় র্যালী বের করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ), রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠণ দিনব্যাপী পৃথক কর্মসূচি পালন করে।