জুলাই-আগস্ট অভু্যত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। এছাড়াও শিক্ষার্থী নির্যাতন, চাঁদাবাজিসহ নানা অভিযোগের পাহাড় জমে আছে রিভার বিরুদ্ধে।

রোববার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চলতি বছরের জুলাই মাসে কোটাবিরোধী আন্দোলন শুরু হলে ইডেনের হলে হলে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে যেতে বাধা দেন রিভার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৫ জুলাই হলে হলে হামলার শিকার হন আন্দোলনকারীরা। ভুক্তভোগীরা জানান, হামলার নেতৃত্বে ছিলেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, ছাত্রলীগ নেত্রী আয়শা ইসলাম মীম, কল্পনা ও জেরিন আক্তারসহ ৪০-৫০ জন নেতাকর্মী।

আহত সায়মা আফরোজ বলেন, শিক্ষার্থীরা যাতে কোটা সংস্কার আন্দোলনে যেতে না পারে, সে জন্য ছাত্রলীগ হলে হলে বাধা দেয়। তা সত্ত্বেও শিক্ষার্থীদের নিয়ে মিছিল বের করি। এ সময় বকুলতলায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। হামলার পরও আমরা দমে যাইনি। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছে। হামলার সময় বিভিন্ন বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। কিন্তু ছাত্রলীগকে হামলা থেকে নিবৃত্ত করতে কোনো কিছু করেননি তারা।

বিভিন্ন সময় ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ না করলে ছাত্রীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন রিভা। এসব ঘটনায় কেউ মুখ খুলতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থীদের বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া হল ক্যান্টিন, ইন্টারনেট কোম্পানি ও কলেজের ফুটপাতের দোকানেও চঁাদাবাজির অভিযোগ রয়েছে। সূত্র জানায়, রিভার নেতৃত্বে শুধু ২০২২ সালের আগস্ট মাসেই ওয়াইফাই প্রোভাইডার, কলেজ ও হল ক্যান্টিন এবং ফুটপাতের দোকান থেকে ৮ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে কলেজ ছাত্রলীগের নেতাদের মধ্যে তীব্র অন্তর্কোন্দলের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের আবাসিক হলে থাকার জন্য সিটপ্রতি মাসিক ও বাত্সরিক টাকা নিতেন রিভা।

ইডেন কলেজ ছাত্র ফ্রন্টের সভাপতি শাহিনুর সুমি যুগান্তরকে বলেন, আমরা যখন বিভিন্ন গণতানি্ত্রক প্রোগ্রাম করেছি তখন রিভার নেতৃত্বে অনেক সময় হামলার শিকার হয়েছি। হলে থাকার ব্যাপার নিয়ে আমাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ১৫ জুলাই রিভার নেতৃত্বে ইডেন কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়। হামলার পর আমি প্রায় ৩৫ মিনিট অচেতন অবস্থায় ছিলাম। সেখানে রিভা ও রাজিয়াও ছিল। তিনি বলেন, রিভা সিট বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল। কলেজের হোস্টেলের এগারো তলার সব সিট সে নিয়ন্ত্রণ করত।