আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, সাবেক এমপি নদভীর বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। তাঁকে ঢাকার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাঁকে আদালতে তোলা হবে।