শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর (শনিবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উর্মি দাস’র সঞ্চালনায় ও মহালছড়ি উপজেলা নিবাহী অফিসার সুজন চন্দ্র রায় সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ আহমেদ, মহালছড়ি উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, বীরমুক্তিযোদ্ধা ডাঃ স্বপন চক্রবর্তী ও উপজেলার কৃষি উদ্যোক্তা মোঃ খালেদ মাসুদ সাগর। এই সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়া কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ১৯৭১ সালের এই দিনে পাক- হানাদার বাহিনী রাজাকার ও আলবদররা মিলে পরিকল্পিতভাবে বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে বাংলাদেশের জ্ঞানী-গুণী, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের নির্মমভাবে হত্যা করেছে ।১৯৭১ সালে ১৪ই ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানী হানাদার বাহিনীরা যখন বুঝতে পারে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দেশীয় রাজাকার, আলবদর বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করে। ১৯৭১ সালে ১৪ই ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।