পিরোজপুর প্রতিনিধি : -পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর )সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর মহিলা পরিষদের আয়োজনে ও লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যোগে সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শহরের পুরাতন ডিসি অফিসে জেলা মহিলা পরিষদের কার্যালয়ের এ সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকের সমন্বয় উক্ত
সংবাদ সম্মেলন ও আলোচনায় ভারপ্রাপ্ত সভাপতি মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার মাতোয়ারা বেগম টুলির সভাপতিত্বে
বক্তব্য প্রদান করেন, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, লিগাল এইড সম্পাদক মিনারা বেগম, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, সাংবাদিক জিয়াউল হাসান জিয়া, সাংবাদিক খালিদ আবু , মানবাধিকার সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম বাদশা,সাংবাদিক খেলাফত হোসেন খসরু , সাংবাদিক মেহেদী হাসান সোহাগ, সাংবাদিক মনির চৌধুরী, সাংবাদিক নিয়াজ মোর্শেদ,লাইজু আক্তার, কানিজ ফাতেমা হাসি, সুরাইয়া আক্তার হ্যাপি, কল্পনা মজুমদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে গত ১৫ দিনের কর্মসূচি নিয়ে
বিস্তারিত আলোচনা করা হয়েছে।