গাজীপুরে এক বৃদ্ধাকে কারখানায় আটকিয়ে মারধর ও জিম্মি করে আওয়ামী লীগ নেতার পক্ষে প্রায় কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ উঠেছে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিয়াকত আলী ও তার বাহিনীর বিরুদ্ধে। সোমবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন জেলার শ্রীপুর উপজেলার ছাপিলাপাড়া গ্রামের ভূক্তভোগী আব্দুস সাত্তার (৩৫) ও তার বৃদ্ধ মা ছাবেরন নেছা (৭০)।
ভূক্তভোগী আব্দুস সাত্তার বলেন, যুবদল নেতা লিয়াকত আলী এলাকায় তার নামে একটি বাহিনী গড়ে তুলেছেন। ওই বাহিনীর সদস্যরা বাধ্যতামূলক ইট, বালি সাপ্লাই, জমি দখল, ঝুট ব্যবসা, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি আরো জানান, ২০১৭ সালে ক্ষমতার জোরে ‘হ্যামস গ্রুপে’র মালিক আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান চৌধুরি তাদের (সাত্তার) এক বিঘা জমি লিয়াকত বাহিনীর মাধ্যমে দখল করে নেয়। গত শুক্রবার ওই বাহিনীর রোমান (৪৫), মিলন (৩৫), জাহাঙ্গীর (৩৫), মনির উদ্দিন (৪০)সহ সশস্ত্র সদস্যরা একই গ্রুপের হয়ে আরো আধা বিঘা জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে। এসময় বাঁধা দিলে তারা ষাটোর্ধ্ব মা ছাবেরন নেছা ও স্ত্রী শরীফা আক্তারকে মারধর করে। তারা বৃদ্ধা ছাবেরন নেছাকে জোরপূর্বক ওই কারখানার ভিতরে নিয়ে দিনভর আটকে জিম্মি করে রাখে। এব্যাপারে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলেও পুলিশ জিম্মি ছাবেরন নেছাকে উদ্ধার করে নি। এ ঘটনায় ছাবেরন নেছার পুত্রবধূ শরীফা আক্তার বাদী হয়ে লিয়াকত আলী ও তার বাহিনীর ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দিয়েছেন।
এ বিষয়ে লিয়াকত আলী বলেন, এখানে জমি দখলের মতো কোন ঘটনা ঘটেনি। আমি বিএনপির করি, আমার লোকজন ও কর্মী আছে। তবে আমার নামে কোন বাহিনী নেই এবং তারা কোন মাদক বা অপরাধের সাথে জড়িত নেই। সাত্তারের পরিবারকে উস্কানী দিয়ে কেউ এসব করাচ্ছে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।