মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’ জায়গা করে নিয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে অংশ নিতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। এই উৎসবে বেশ কয়েকজন হলিউড অভিনয়শিল্পীর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাকে।

সামাজিক মাধ্যম ফেসবুকে মেহজাবীনের পোস্ট করা সেলফিতে চোখ আটকে যায় ভক্তদের। তাতে দেখা যায়, হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টদের। তাদের সঙ্গে ফ্রেমবন্দি হন মেহজাবীন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জেদ্দার কালচার স্কয়ারে শুরু হয় রেড সি চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড ও বলিউডের নামজাদা তারকারা অংশ নেন। সেখানেই নিজের সিনেমা ‘সাবা’ নিয়ে হাজির হয়েছিলেন মেহজাবীন।

‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয়