নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে বিএনপি ও জামায়াত ইসলামী একত্রিত হয়ে ওয়ার্ড কাউন্সিলর অফিস নিয়ন্ত্রণ নিয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। গত ১-১২-২০২৪ ই তারিখ শনিবার রাজশাহী মহানগর বিএনপি”র আহ্বায়ক কমিটির সদস্য তাজউদ্দীন আহমদ সেন্টু, ৩নং ওয়ার্ড জামায়াতের আমীর মনিরুজ্জামান সেন্টু ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির ও ৩নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পির নেতৃত্বে বেলা এগারোটার দিকে ১৫/২০ জন ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে প্রবেশ করে ওয়ার্ড সচিবকে বলেন যে আমরা বিএনপি ও জামায়াত ইসলামী সমন্বয় করে একটি কমিটি গঠন করেছি এখন থেকে টিসিবি কার্ড ও অন্যান্য সুবিধা আমরা বন্টন করবো এবং এই অফিস এখান থেকে সরিয়ে নিব। ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মহানগর বিএনপি সদস্য তাজউদ্দীন আহমদ সেন্টু ও,৩নং ওয়ার্ড জামায়াতের আমীর মনিরুজ্জামান, ৩নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পি তাদের নেতৃত্বদেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির। ওয়ার্ড সচিব আহাদ আলীক বলেন টিসিবি কার্ড সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয়েছে ৩বছর হলো, ইতিপূর্বে কেউ কোনদিন কোন অভিযোগ করেন নি, এখন স্থানীয় বিএনপি ও জামায়াত এসে তাদের ইচ্ছেমত করার চেষ্টা করছে আমি বলেছি সরকারি নিয়মের বাইরে আমার কিছুই করার নেই। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকার একজন বিধবা নারী জুলেখা বেগম বলেন আমার স্বামী ৬বছর পূর্বে মারা গেছে দুই সন্তান নিয়ে আমার সংসার আমার একটা টিসিবি কার্ড আছে শুনছি বিএনপি এখন আর আমার কার্ডে নিয়ে নিবে, ৩নং ওয়ার্ডের আরেকজন বাসিন্দা রিক্সা শ্রমিক সাবাদুল বলেন আমাদেরকে বিএনপি’র লোকজন বলছে কার্ড জমা দিয়ে দিতে।