ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০৪ জনে।এ ছাড়া এ ২৪ ঘণ্টায় ৬২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন করে মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছয়জন। এ ছাড়া বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) সর্বোচ্চ ১৩৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১১, খুলনা বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪, বরিশাল বিভাগে ৫৩, ময়মনসিংহ বিভাগে ৩০, রাজশাহী বিভাগে ২৮, রংপুর বিভাগে ১২ ও সিলেট বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১ জন রোগী রয়েছেন।
চলতি বছর ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৩ হাজার ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।