বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস প্রোগ্রামের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা-২০২২ এর প্রথমদিনে ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো: খালেকুজ্জামান খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৯ নভেম্বর (শুক্রবার) হতে দেশব্যাপী ২৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর প্রথমদিন ঢাকাস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য ও ট্রেজারার। এসময় অসদোপায় (নকল) অবলম্বনের দায়ে ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেন তারা।