নওগাঁর রাণীনগর উপজেলায় রেললাইন থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পারিবারিক কলহের জেরে তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-উপজেলার জিয়ানিপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলী এবং তার মেয়ে কোয়েলি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে চকের ব্রিজ এলাকায় রেললাইনে বাবা-মেয়ের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুজনের মরদেহই ছিল ট্রেনে কাটা। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ গিয়ে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

পারিবারিক কলহের জেরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে ট্রেনের নিচে ঝাঁপ দিলে তারা কাটা পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয় লোকজন।

মোঃ খালেদ বিন ফিরোজ
নওগাঁ প্রতিনিধি