প্রথম দুই ম্যাচে রেকর্ড জয় নিয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশের নারীরা। আয়ারল্যান্ডের নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি তাই শুধুই আনুষ্ঠানিকতার। এমন ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৫ রানেই গুটিয়ে গেছে আইরিশরা।
টসে জিতে এদিন ব্যাটিং বেছে নেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। ওপেনার সারাহ ফোর্বস দ্রুত ফিরলেও পরের দুই ব্যাটারকে নিয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে থাকেন গ্যাবি। এক পর্যায়ে ২ উইকেট হারিয়েই ৯৭ রান তুলে ফেলে টাইগ্রেসরা। এই রানে গ্যাবি ফিরলে অধিনায়ক ফিরলে বড় ধাক্কা খায় আইরিশরা। ১২৩ রানের মধ্যেই আরও ৩ উইকেট হারায় দলটি।
৭৯ বলে ৯টি চারের সাহায্যে ৫২ রান করেন গ্যাবি। এছাড়া তিনে নামা অ্যামি হান্টার ৪০ বলে ২৩ ও চারে নামা ওরলা প্রেন্ডারগাস্ট ৪৫ বলে ২৭ রান করেন। ১২৩ রানে ৬ উইকেট হারিয়ে দেড় শ’র আগে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে আইরিশরা। তবে শেষের দিকে আলানা ডালজেলের ৪৪ বলে ১৯ ও কারা মুরির ৯ বলে ১৩ রানের ইনিংসে ১৮৫ রান পর্যন্ত করতে পারে আয়ারল্যান্ড।
বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৪৩ রান খরচায় ৩ উইকেট নেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। ১০ ওভারে দুর্দান্ত ছিলেন অফ স্পিনার সুলতানা খাতুন। ২ মেডেনসহ মাত্র ২৯ রান খরচায় তার শিকার ২ উইকেট। সমসংখ্যক উইকেট পেলেও ১০ ওভারে নাহিদা আকতারকে খরচ করতে হয়েছে ৫৫ রান। একটি করে উইকেট আদায় করেন স্বর্ণা আক্তার ও রাবেয়া খান।
সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রানের রেকর্ড জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট জয় পায় টাইগাররা। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ৫ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।