গাজীপুরে অনুর্ধ ১৭ প্রীতি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিকেএসপি ২-১ গোলে গাজীপুর একাদশকে পরাজিত করে। সোমবার বিকেলে শহরের শহীদ বরকত স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠাণের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম। গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক ও সিটির সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নুর আয়োজনে এ প্রীতি টুর্নামেন্টে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মামুনুর রশীদ। পরে বিজয়ী দলের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়। খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।