নওগাঁর মহাদেবপুরে সরকারি গাছ চোর চক্রের মূল হোতা একাধিক মামলার আসামি আবুল কালামকে আটক করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাতাজি বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল কালাম (৫২) মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের বাদকুরাইল গ্রামের ফয়েজের ছেলে। এলাকাবাসী জানান, রাইগাঁ ইউনিয়নের বিভিন্ন সড়ক ও খাড়ির ধারে রোপিত বন বিভাগের বিভিন্ন প্রজাতির গাছ দীর্ঘদিন যাবত আবুল কালামের নেতৃত্বে একটি চক্র দিনে রাতে চুরি করে কেটে নিয়ে যাচ্ছিল। গত ২৭ নভেম্বর উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে গাছ চুরির বিষয়টি নিয়ে পুলিশ ও বন বিভাগ ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ সময় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এ নির্দেশের পর উপজেলা বন কর্মকর্তা ময়েন উদ্দিন ২৮ নভেম্বর মহাদেবপুর থানায় গাছ চোর চক্রের মূল হোতা আবুল কালামসহ ৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। থানা পুলিশ মামলা গ্রহণ করে গাছ চোর চক্রের মূল হোতা একাধিক মামলার আসামি আবুল কালামকে আটক করে। উল্লেখ্য যে, আটককৃত আবুল কালাম এবছরের গত এপ্রিল মাসে এলাকার সংখ্যালঘু কিশোরী অপহরণের অন্যতম আসামি হওয়ায় মাতাজি ফাঁড়ির পুলিশ তাকে আটক করতে গেলে পুলিশকে আটকে রেখে বেধড়ক মারধর করলে একাধিক পুলিশ সদস্য আহত হন। পরে খবর পেয়ে মহাদেবপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করলেও আবুল কালাম পালিয়ে যেতে সক্ষম হয়। সেই সময় মাতাজির আইসি লালন বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আজাদুল ইসলাম, মহাদেবপুর, নওগাঁ,