স্কুল থেকে ঝড়ে পড়া ১৫ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ইকো-সোস্যাল ডেভেলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থাটি গত এক বছরে গাজীপুরের ১ হাজার ৭শ ১০ জন মেয়েকে প্রশিক্ষণ দিয়েছে। যাদের মধ্যে ইতোমধ্যে ১ হাজার ১শ ৮১ জন কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে ইএসডিও’র লার্ণিং শেয়ারিং কর্মশালায় এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা, সহকারী কমিশনার অভ্র জ্যোতি বড়াল, ইএসডিও’র প্রোগাম ম্যানেজার জিনাত আরা বিশ^াস (সমাপ্তি), মনিটরিং অফিসার মো. শাহাদত হোসেন, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মো. নাঈম মিয়া, ফিন্যান্স এন্ড এডিমন অফিসার খন্দকার হাসিবুল বাহার, জব প্লেসমেন্ট অফিসার সৌজন্য সরকার প্রমুখ।

প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ^াস সমাপ্তি জানান, ‘তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে’ এই স্লোগানে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ইএসডিও কার্যক্রম শুরু করে। বর্তমানে গাজীপুর, বরিশাল, জামালপুর, শেরপুর, ভোলা, সাতক্ষিরায় কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি গাজীপুরে ২০২৩ সালে কার্যক্রম শুরু করে।