খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় পরিকল্পনা মন্ত্রণালয়ের, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সেন্সাস উইং কর্তৃক পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৩’ প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলার শুমারি ও জরিপ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এর সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ও ১ম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সালেহ আহম্মেদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি প্রবীন সাংবাদিক দীপক সেন, এলজিইডি ইঞ্জিনিয়ার আনছার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উক্ত সভায় অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের কার্যাবলী অত্র উপজেলায় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ আলোচনাসহ সিদ্ধান্ত গৃহীত হয়।