পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আজ বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যান বাহারুল আলম।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন মো. ময়নুল ইসলাম।