পাকিস্তানের করাচির টিম হোটেলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বাঁচেন ৫ জন নারী ক্রিকেটার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ন্যাশনাল উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য করাচির যে হোটেলে ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করেছিল, গতকাল সোমবার ভয়াবহ আগুন লাগে সেই টিম হোটেলে। যেখানে দুর্ঘটনার সময় ৫ জন ক্রিকেটার ছিলেন হোটেল। শেষমেশ জানালার কাচ ভেঙে কোনো রকমে উদ্ধার করা হয় ক্রিকেটারদের। ফলে অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা।

পরে টিম হোটেল থেকে ক্রিকেটারদের উদ্ধার করে ন্যাশনাল হাই পারফর্ম্যান্স সেন্টারে নিয়ে যাওয়া হয়। যদিও ক্রিকেটারদের খেলার সরঞ্জাম আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গেছে।

এই ঘটনার পর বিজ্ঞপ্তি জারি করে দ্রুত টুর্নামেন্ট বাতিল করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও পুরোপুরি বাতিল নয়, বরং টুর্নামেন্টের দৈর্ঘ্য ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। চারটি করে ম্যাচের পরে যে ২টি দল লিগ টেবিলের প্রথম দুইয়ে রয়েছে, তাদের মধ্যে ফাইনাল ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে পিসিবির। যদিও সেই ফাইনাল ম্যাচ কবে-কোথায় আয়োজিত হবে, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মূলত টুর্নামেন্ট আয়োজনের জন্য এই মুহূর্তে বিকল্প হোটেলের অভাব রয়েছে করাচিতে। কেননা ডিফেন্স এক্সিবিশনের জন্য করাচিতে হোটেল পাওয়াই দুষ্কর। তার ওপর নির্দিষ্ট গুণমানের অন্তত ১০০টি রুম দরকার টুর্নামেন্ট আয়োজনের জন্য। তাই ক্রিকেটারদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবেই টুর্নামেন্টের দৈর্ঘ্যে কার্যত এখানেই দাঁড়ি টেনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।