গাজীপুরে বেক্সিমকো ইন্ডাষ্ট্রিয়াল পার্কের শ্রমিকরা রাতে বিরতি দিয়ে ফের রবিবার সকাল হতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। বকেয়া বেতনের দাবিতে তারা মহানগরীর চক্রবর্তী এলাকায় ওই মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাসড়কের ঘটনাস্থলের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছিল।

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাষ্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার থেকে আন্দোলনে নামে। তারা ওইদিন দাবি আদায়ে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত কারখানার পাশর্^বর্তী চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শুক্রবার কারখানার সাপ্তাহিক বন্ধ থাকায় কর্মসূচী স্থগিত রাখেন শ্রমিকরা। সমস্যার সমাধান না হওয়ায় তারা শনিবার সকাল পৌণে ৯টা থেকে একই স্থানে ফের অবরোধ করে বিক্ষোভ করেন। সারাদিন মহাসড়ক অবরোধ করে রাখার পর এক পর্যায়ে রাত ৭টার দিকে শ্রমিকরা অবরেধ কর্মসূচি স্থগিত করে মহাসড়ক ছেড়ে বাড়ি ফিরে যান। রবিবার সকালে তারা কারখানার সামনে একত্রিত হয়ে ফের ওই মহাসড়ক অবরোধ করেন। থানা ও শিল্প পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে এবং মালিকপক্ষের সাথে কথা বলে বিষয়টির সমাধানের চেষ্টা করেও সফল হয়নি। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে আন্দোলনরত শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইড্রাস্টিয়াল পার্কে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পরের কয়েক মাস নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করে নি কর্তৃপক্ষ। ওই মাসগুলোতে তারা আন্দোলন করে বেতন নিয়েছে। এদিকে নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত গত অক্টোবর মাসের বেতনও পরিশোধ করেনি কর্তৃপক্ষ।

জিএমপি’র কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, এক মাসের (অক্টোবর) বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। থানা ও শিল্প পুলিশ, সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে কাজ করছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এখনো (সন্ধ্যা ৭টা) শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখায় যানচলাচল বন্ধ রয়েছে।