গাজীপুর মহানগরের কাশিমপুর বাঘবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল হক (৬৫) ও রোজিনা হক (৪৯)।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম ও স্থানীয়রা জানান, শনিবার রাতে বাঘবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই চার জন দগ্ধ হয়। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে শামসুল হক ও রোজিনা হক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসেন। তবে তানজিল ও রাব্বি এখনো চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শামসুল ও রোজিনা হক স্বামী স্ত্রী। রাব্বি ও তানজিল পেশায় মিস্ত্রি। এদের মধ্যে তানজিল ও রাব্বি বেশি দগ্ধ হয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মধ্যরাতে গাজীপুর থেকে চার জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে তানজিলের ৩০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ, শামসুলের ৫ শতাংশ এবং রোজিনার ৩ শতাংশ দগ্ধ হয়।