সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ভোরে নওগাঁর মান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার তাকে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠান।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা মিলে ৩ আগষ্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। ওইদিন থেকে তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান। এরপর জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে।
থানা সূত্রে আরও জানায়, গত শুক্রবার ভোরে এসব অভিযোগে তাকে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার তাকে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।