অনেকদিন পর আবারও আলোচনায় এসেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে গতকাল শনিবার বড় ধরনের হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক ও বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় ২১০ টি বিমান হামলা চালিয়েছে মস্কো। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধ বন্দের ইঙ্গিন দেওয়ার মাঝেই এই হামলায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইউক্রেনের পাশ্ববর্তী দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, শুধু ফোন করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানো যাবে না। তিনি বলেন, টেলিফোন কূটনীতি ইউক্রেনের জন্য সহায়ক হবে না। গত রাতের হামলা তাই প্রমাণ করে।
তিনি আরও বলে বলেন, ‘সামনের দিনগুলো আরও ভয়াবহ হবে। শুধু যুদ্ধের ক্ষেত্রেই নয়, আমাদের ভবিষ্যতও এর সঙ্গে জড়িত।’
অন্যান্য বিশ্বনেতারাও এই হামলার নিন্দা জানিয়েছে। রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুমিনিতিা ওদেসবকু বলেছেন, ‘এই তীব্র শীতে ইউক্রেনকে ঠান্ডা ও অন্ধকারে রাখার এই প্রয়াস অত্যন্ত বর্বর।’
মলডোভার প্রেসিডেন্ট মায়া সান্ধুও রুশ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘শীতকে হাতিয়ার বানানো খুবই নিষ্ঠুরতা। মলডোভা ইউক্রেনের সঙ্গে আছে।’