. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্বগ্রহণ করা সহ ২২ দফা প্রস্তাবনা নিয়ে বিপ্লবী গণজোট নামে আত্মপ্রকাশ করেছে ৫টি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
আজ শুক্রবার সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ গণজোট আত্মপ্রকাশ করে। জোটে অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ গ্রীণ পার্টি, বাংলাদেশ গণমুক্তি পার্টি, বিপ্লবী গরীব পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, পীস ফোরাম ও প্রয়াত নেতা স্মৃতি সংসদ।
বিপ্লবী গণজোটের পক্ষ থেকে এক লিখিত বক্তব্যে বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক ও জোট সমন্বয়ক আব্দুল মোনেম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি ভোটে নির্বাচিত না হলেও ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের ম্যান্ডেটের সরকার। এ সরকার ব্যর্থ হলে রাষ্ট্র এবং জনগণকে সীমাহীন সংকটের মুখোমুখি হতে হবে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এই সরকারের হাত দিয়েই হতে হবে।’
প্রসঙ্গত, সরকারের আশু করণীয় ও সংবিধান সংস্কার সহ দাবিগুলোর মধ্যে আরও রয়েছে- নির্বাচনের জন্য রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার, নির্বাচিনী আইন সংস্কার, বিচার বিভাগের সংস্কার, পররাষ্ট্রনীতির সংস্কার, প্রতীরক্ষানীতির সংস্কার, পরিবেশ, কৃষি, মজুরি কাঠামো নির্ধারন ও বেতন বৈষম্য দূরীকরণ, শিক্ষার সংস্কার, স্বাস্থ্য সেবা জনগণের কাছে নিয়ে যাওয়া, স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কার, দুর্নীতি প্রতিরোধ করা প্রভৃতি।
এছাড়াও স্থানীয় কাঁচামালে উপর ভিত্তি করে শিল্পের বিকাশ, খাদ্য নিরাপত্তা ও খাদ্যে ভেজাল প্রতিরোধ, পরিবহন খাতের নৈরাজ্য বন্ধ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষন, ২৪ গণ আন্দোলনে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা ও ক্ষতিপূরণ, সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার, বিদেশী সংস্কৃতি আগ্রাসন থেকে নিজস্ব সংস্কৃতি রক্ষা সহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ২ মেয়াদের বেশি না হবার মতো সংস্কারের বিষয়বস্তুও তারা প্রস্তাবনায় রাখেন।
এদিন জোট আত্মপ্রকাশ সংবাদ সম্মেলনে বাংলাদেশ গ্রীণ পার্টি, বাংলাদেশ গণমুক্তি পার্টি, বিপ্লবী গরীব পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, পীস ফোরাম ও প্রয়াত নেতা স্মৃতি সংসদ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।