বাংলাদেশ বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। ভারত হয়ে এ বিদ্যুৎ বাংলাদেশ আসছে। এর মাধ্যমে উপমহাদেশীয় জ্বালানি সরবরাহে নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো।
নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, আজ শুক্রবার ভার্চ্যুয়ালি এ বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করে নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাদকা, ভারতের গৃহায়ণ ও নগরায়ণমন্ত্রী মনোহর লাল এবং বাংলাদেশের বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ উপদেগষ্টা ফাওজুল কবির খান।
নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাদকা এ বিদ্যুৎ রপ্তানিকে মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এই মাইলফলক দক্ষিণ এশিয়ায় টেসকই ও আন্তঃযোগাযোগীয় জ্বালানি বিনিময়ের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।’
গত অক্টোবরে নেপালে এ বিদ্যুৎ রপ্তানির জন্য ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ বলেন, চুক্তি অনুসারে এ বছর অর্থাৎ ২০২৪ সালে কেবল একদিনই বিদ্যুৎ বিক্রি করতে পারবে নেপাল। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি আবার শুরু হবে ২০২৫ সালের ১৫ জুন।
ওই চুক্তি মোতাবেক, পাঁচ বছরের মধ্যে প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নেপাল বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে নেপালের বিদ্যুৎ মিলবে বাংলাদেশে। দুদেশের মধ্যে সরাসরি বৈদ্যুতিক সংযোগ নেই বিধায় ভারতের সঞ্চালন লাইন হয়ে আসছে এই বিদ্যুৎ।