গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে নারীসহ তিনজনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরের দক্ষিণ চতর এবং দক্ষিণ সালনা এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদ- করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক কে,এইচ, ফয়সাল আহমেদ জানান, গাজীপুর সদর থানার দক্ষিণ চতর এলাকার বেশকিছু বাসা বাড়িতে অবৈধভাবে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এ গোপন সংবাদ পেয়ে বুধবার সকাল থেকে ওই এলাকায় জেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দক্ষিণ চতরের চান্দের মাঠ এলাকার পেয়ারা বেগমকে ২০ হাজার ও শাবানা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই অভিযোগের ভিত্তিতে মহানগরীর দক্ষিণ সালনা এলাকার অ্যাপারেলস প্রসেসিং ইন্ডাস্ট্রিজ (ওয়াশ) নামের একটি কারখানায় নার প্রোডাকশন ইনচার্জ সিয়ামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও বুস্টার মেশিন (কম্প্রেসার) জব্দ করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক কে, এইচ, ফয়সাল আহমেদ, শেখ জাবের নূরানী, আমজাদ হোসেন, রাজস্ব কর্মকর্তা শরীফ সরোয়ার আশা, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল প্রমূখ উপস্থিত ছিলেন।