প্রথম ম্যাচে বোলিংয়ে দাপট দেখালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় পাকিস্তান। পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে দুই শ’ও করতে দেয়নি পাকিস্তানের পেসাররা। ব্যাটাররাও খেই হারাননি। দুই ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। তাতে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল পাকিস্তান। সাদা বলের দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজেই সফল মোহাম্মদ রিজওয়ান।

আজ পার্থে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইনের তোপে ৩১.৫ ওভারে ১৪০ রান তুলতেই গুটিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮৪ রান যোগ করেন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। সাইম করেন ৪২ রান, শফিক ৩৭। মাত্র ১ রানের মধ্যে দুই ওপেনার ফিরলেও আর কোনো বিপদ ঘটতে দেননি বাবর আজম ও অধিনায়ক রিজওয়ান। ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নিশ্চিত করেন ম্যাচ ও সিরিজ জয়। তখনও বাকি ৮ উইকেট ও ১৩৯ বল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান সিরিজ জিতল দীর্ঘ ২২ বছর পর। ২০০২ সালের জুনে এর আগে সিরিজ জিতেছিল পাকিস্তান। সেই সিরিজেও প্রথম ম্যাচে হারার পর সিরিজ জেতে ওয়াসিম আকরাম-সাঈদ আনোয়ারদের পাকিস্তান।

পাকিস্তানের হয়ে এবারের সিরিজে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হারিস রউফ। মাঝের ওভারগুলোতে অস্ট্রেলিয়ার ত্রাস হিসেবে আবির্ভূত হয়ে উঠেছিলেন তিনি। ৩ ম্যাচে তার শিকার ১০ উইকেট। এছাড়া শাহিন আফ্রিদি নিয়েছেন ৮টি, নাসিম শাহ ৫টি, হাসনাইন ৩টি। ব্যাট হাতে পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটাররাও ছিলেন বেশ সফল সিরিজে দলটির দুই ওপেনার সাইম (১২৫) ও শফিক (১১৩)।