মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাস জীবন শেষে আজ রোববার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ব্ল্যাক ডায়মন্ডখ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন।
বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে পেশাগত কাজকর্মে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় বেবী নাজীনের সঙ্গীত জীবন। বাংলাদেশ বেতার-টিভি-মঞ্চ কোন মাধ্যমেই বেবী নাজনীন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেননি। এক পর্যায়ে দেশ ছাড়তেই বাধ্য হন তিনি।
তবে দেশের মতো প্রবাসী বাংলাদেশীদের কাছে বেবী নাজনীন সবসময়ই সমাদৃত। এই দীর্ঘ সময়ে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বেবী নাজনীন। সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি। ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশা ভোঁশলে, বাপ্পি ল্যাহেরী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সাথেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন দেশের চলচ্চিত্র, অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।