খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১০টি মাদক মামলার পলাতক আসামী মো. নুরুন্নবী (৩৬)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে  রামগড় থানার চৌকস পুলিশ টিম  গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি মাদক মামলার পলাতক আসামী মোঃ নুরুন্নবী (৩৬) কে একটি ভাড়া বাসা হতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,১৯০/- (এক হাজার একশত নব্বাই) টাকা সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী রামগড় উপজেলার শ্মশানটিলা গ্রামের ধন মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।