খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার মহালছড়ি উপজেলা প্রকৌশল অফিসের আয়োজনে উপজেলার চৌংড়াছড়ি সরকারী প্রাইমারী স্কুলে এই কর্মসূচী পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে এ দিন উক্ত স্কুলের শিক্ষার্থীদের অংশ স্কুল এলাকায় এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার্থে হাতধোয়ার সঠিক নিয়ম ও পদ্ধতির প্রশিক্ষণ দেয়া হয় সব শেষে এক আলোচনা সভা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তার সভাপতিত্বের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্কুলের হল রুমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভার প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং আলোচক-বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী কর্মকর্তা, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব সভাপতি, উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মন্ডলী। আলোচনা সভায় বক্তারা সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রোগ বালাই মুক্ত স্বাস্থ্য সুরক্ষায় নিজের ও পরিবার পরিজনদের এবং এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় হাতধোয়ায় গুরুত্ব সর্ম্পকে গুরুত্বপূর্ণ উপদেশ ও পরামর্শ দেন।
উক্ত হাত দিবসের সকল কর্মসূচীর পূর্ণ সহযোগিতা করা এবং অবহেলিত এলাকার এ ধরণের একটি স্কুলকে বেছে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এলাকা সমাজ সচেতন মহল ও গণমাধ্যম ব্যক্তিবৃন্দ।