গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। তিনটি গুলি জানালার কাচ ভেদ করে ঘরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামেরমাহমুদুল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
মাহমুদুল হাসান গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে এবং বরমী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়ীত্ব পালন করছেন।
মাহমুদুল হাসান বলেন, ‘রাতে আমি ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ তিনটি বিকট শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি, আমার ছেলেদের থাকার ঘরের বাহির থেকে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করেছে। গুলি তিনটি জানালার কাচ ভেদ করে ঘরে প্রবেশ করে। ঘরে আমার দুই ছেলে, পুত্রবধূ ও নাতি ছিল। গুলিবিদ্ধ হয়ে যে কারো মৃত্যু হতে পারতো।’
তিনি বলেন, ‘আমাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে আমি পুলিশে খবর দেই। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুটি এবং পরদিন সকালে একটি গুলি উদ্ধার করে। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি।’
বিএনপি নেতা মাহমুদুল হাসানের পুত্রবধূ নুসরাত জাহান বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে মেয়ে বিছানায় ঘুমাচ্ছিল। আমি পাশে বসা। আমার স্বামী শিবলী পাশে দাঁড়ানো ছিলেন। হঠাৎ জানালার দিকে বিকট শব্দ হয়। আমি ধোঁয়া দেখতে পাই। একটি গুলি জানালার কাচ ভেদ করে ঘরের মেঝেতে পড়ে। একই সময়ে পাশের ঘরের জানালায় দুটি বিকট শব্দ শুনতে পাই। ওই ঘরের জানালা ভেদ করে দুটি গুলি মেঝেতে পরে। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পরি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার করেছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।