স্পেনে ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে গিয়েছিলেন দেশটির রাজা ফিলিপে ও রানি লেতিসিয়া। কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের দেখে ক্ষেপে যান এবং কাদা ছুঁড়ে মারেন। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ভ্যালেন্সিয়া আঞ্চলিক সরকারের প্রধান কার্লোস মাথোন এই সফরে রাজা-রানির সঙ্গেই ছিলেন। ভিড় বাড়লে দ্রুত তাদের সরিয়ে নেওয়া হয়। তবে রাজা ফেলিপে সেখানেই থাকার সিদ্ধান্ত নেন।

কর্দমাক্ত অবস্থায় রাজা ও রানি বন্যাদুর্গতদের কথা শোনেন এবং তাদের সান্ত্বনা দেন। তবে বন্যায় ক্ষতিগ্রস্তরা এ সময় তাদের লক্ষ্য করে ‘খুনি’ ‘খুনি’ স্লোগান দিতে থাকে। লোকজন তাদের উদ্দেশে অপমানসূচক মন্তব্য করেন এবং কাদা ছোড়েন।

সম্প্রতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের দেশ স্পেন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।