খাগড়াছড়ি জেলার পানছড়িতে ” সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” স্লোগানে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
২ নভেম্বর (শনিবার) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, সমবায়ীদের নিয়ে র্যালী শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি মৌমিতা দাশ বলেন, ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ । ৫৩তম জাতীয় সমবায় দিবস আজ। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। সমবায় হলো একটি প্রতিষ্ঠান। যা একদল লোক তাদের সম্মিলিত কল্যানের জন্য একত্রে কাজ করে। আমরা সকলের সম্মিলিত উদ্যোগে আসুন এই দেশটিকে সোনালি সম্মৃদ্ধির দেশ হিসাবে গড়ে তুলি।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে কাঠ লোড- আনলোড সমবায় সমিতির সভাপতি -সম্পাদকের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা সমবায় পরিদর্শক আইচ্যুক ত্রিপুরা, উপজেলা চিরানো কাঠ ব্যবসায়ী সমিতি সভাপতি মাসুদ ভুইয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা কাঠ লোড-আনলোড সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম টুকু, সাঁওতালপাড়া মডেল ভিলেজ আশ্রয়ন প্রকল্প (২)এর সভাপতি মিলন সাঁওতাল, উল্টাছড়ি আশ্রয়ন প্রকল্প (২) এর সভাপতি স্বপন সরকার,পানছড়ি উপজেলা গ্রাম পুলিশ সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন।