অন্তবর্তীকালীন সরকারের সময় কোনো রাজনৈতিক দলের মাতব্বরি-বাহাদুরি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোডে মডেল মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক দলের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘ভিজিপি, বয়স্ক ভাতা, ওএমএস এ ধরনের বিভিন্ন যে সামাজিক সুরক্ষামূলক কর্মকাণ্ড আছে সরকারের। এগুলো দলীয় কর্মসূচি না, সরকারের কর্মসূচি।এগুলো আগে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করত। এখন আবার আমরা দেখতে পাচ্ছি কিছু নির্দিষ্ট সংগঠন, দল এবং ব্যক্তি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আপনাদের সাক্ষী রেখে তাদের পরিস্কার জানিয়ে দিচ্ছি এটা কোনো রাজনৈতিক দলের সরকার না। এটা একটা অরাজনৈতিক দলের সরকার। কাজেই কোনো রাজনৈতিক দলের মাতব্বরি-বাহাদুরি করার কোনো সুযোগ নেই। যারা মাতব্বরি-বাহাদুরি করবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন। তেমনিভাবে আপনার ঐক্যবদ্ধ হয়ে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদের রুখে দিবেন।’
নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদীর পতন হয়েছে। আমরা এক ফ্যাসিবাদ হটিয়ে আরেক ফ্যাসিবাদ দেশে আনতে চাই না। এক স্বেরাচারী দলকে হটিয়ে আবার কোনো স্বৈরাচারী দলকে ক্ষমতায় নিতে চাই না।’
ভিপি নুর বলেন, ‘এদেশের জনগণ গত ৫ দশকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে অনেক রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে।২৪ এর এই জুলাই গণঅভ্যুত্থান হবে এদেশের জনগণের রক্ত দেওয়ার শেষ সময়। মানুষের অধিকার আদায়ের জন্য জনগণ আর রক্ত, আর প্রাণ দিবে না। এবার এদেশের জনগণ জনআকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।’
পথসভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের অর্থ ও শ্রমবিষয়ক সম্পাদক ফয়সাল সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সুমন, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সানি প্রমুখ।