রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই দুই পোশাকশ্রমিক হলেন, খুলনা সদর থানার বাইদাঘাটা এলাকার আব্দুর রহমানের ছেলে আল-আমিন ও কিশোরগঞ্জের ইটনা থানার পাঁচকাহুনী এলাকার রসূল বক্সের মেয়ে মোছা. রুমা আক্তার। তারা বর্তমানে মিরপুর-১৪ নম্বর এলাকা থাকেন। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল-আমিনের বাবা আব্দুর রহমান জানান, আমার ছেলে ক্রিয়েটিভ ডিজাইনার পোশাক কারখানার শ্রমিক। সকালে পোশাকশ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করে। এ সময় পোশাকশ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তারা গুলিবিদ্ধ হয়। এরপর তাদের দুইজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত বলেন, ‘মিরপুর-১৪ এলাকা থেকে আসা গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকার একাধিক কারখানার পোশাকশ্রমিকরা সড়কে অবস্থান নেন। চাকুরিচ্যুতি ও একটি স্থানীয় পোশাক নির্মাণ কারখানা বন্ধের প্রতিবাদ জানান তারা। এ সময় বিক্ষোভরত পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ পোশাক শ্রমিকেরা পুলিশের একটি ও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

স্থানীয়রা জানায়, পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে ওই এলাকায় যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টার জন্য বিঘ্নিত হয়। এরপর সকাল ১১টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি গোলাম মোস্তফা বলেন, ‘বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর দু’টি পরিবহনে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর তাদেরকে ছত্রভঙ্গ করা হয়।’