অন্তর্বর্তী সরকার ও বিএনপির লক্ষ্য-উদ্দেশ্য এক ও অভিন্ন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে যেসব প্রশ্ন উঠছে, তাতে সরকারের কাজে বাধা আসতে পারে। তাই বিএনপি মনে করে, তাড়াহুড়ো না করে সুচিন্তিতভাবে সব সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ পরিস্থিতি এড়ানো যাবে। সরকার ও বিএনপির লক্ষ্য-উদ্দেশ্য এক ও অভিন্ন। কাজেই ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা মনে করি, কোনোভাবেই বর্তমান সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। তবে সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে, অগ্রাধিকার ভিত্তিতে কাজ না হলে অন্তর্বর্তী সরকার দ্রুতই মানুষের প্রশ্নের মুখে পড়বে।’

তিনি বলেন, ‘বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক কলহ লাগিয়ে আওয়ামী লীগ ফায়দা লোটার চেষ্টা চালিয়েছে। গেল ১৫ বছর মাফিয়া সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করে সকল ধর্মের মানুষকে উৎকণ্ঠায় রেখেছিল। হিন্দু ধর্মাবলম্বীদের কোনো উৎসব এলেই বিভিন্ন অপকর্মের চেষ্টা চালানো হতো। তবে সবার প্রতি আমাদের বার্তা হলো- ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপি নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।