বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত বাগেরহাট পৌর সভার ২ নং ওয়ার্ডের জনপ্রিয় পৌর কাউন্সিলর শ্রমিকদল নেতা শহীদ আসাদুজ্জামান আসাদ হত্যা মামলা পুনঃ তদন্তের দাবীতে  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।  সোমবার (২৮ অক্টোবর) বিকালে  মুনিগঞ্জ রউফুল ইসলাম ঝন্টু  স্মৃতি সংসদ থেকে বিএনপির  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি খাদেম নিয়ামুল নাসির আলাপ এর নেতৃত্বে  বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ প্রেস ক্লাবের সামনে এসে পথ সভায় মিলিত হয়। পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম, এ সালাম।উক্ত পথসভায় অন্যান্যর মধ্য বক্তৃতা করেন বিএনপি নেতা  সায়েদ আলী রবি,সৈয়দ নাসির আহমেদ মালেক,খাদেম নিয়ামুল নাসির আলাপ, শ্রমিকদল নেতা শহীদ আসাদুজ্জামান আসাদের ভাই সাবেক পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী,হাদিউজ্জামান হিরো, যুবদল নেতা মনিরুজ্জামান মান্না, শেখ ওমর আলী মুন্না, ছাত্রদল নেতা আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ। পথসভায় বক্তারা,আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি পৌর কাউন্সিলর শহীদ আসাদুজ্জামান আসাদ হত্যা মামলার অবিলম্বে পুনঃ তদন্তের দাবী জানান।