টানা পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) সহ দেশের ৯টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় এক আসনের বিপরীতে প্রায় ২০ জন প্রতিদ্ব^ন্দ্বিতা করছেন। শুক্রবার এ পরীক্ষা ৮টি মূল কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষা সকাল ১১ টায় শুরু হয়ে নির্ধারিত ১ ঘন্টায় শেষ হয়। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মোঃ রনি ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মোট ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭১৮টি। এর মধ্যে বশেমুরকৃবি’র ৬টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। ভর্তি পরীক্ষায় সর্বমোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ৭৫ হাজার ১৭ জন। সে হিসেবে এক আসনের বিপরীতে প্রতিদ্ব^ন্দ্বিতা করছেন প্রায় ২০ জন। পরীক্ষার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন বশেমুরকৃবি’র প্রশাসনিক ও আর্থিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান।

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশিত হবে এবং স্বশরীরে ভর্তি পরীক্ষা চলবে ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।